পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক মেডিক্যাল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দল বিজেপি অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী ভুক্তভোগীকেই দায়ী করছেন, যা নারী বিদ্বেষী ও দায়িত্বজ্ঞানহীন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেছিলেন, ওটা বেসরকারি মেডিক্যাল কলেজ। ওদের ছাত্রছাত্রীদের নিরাপত্তা কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব। প্রশ্ন হলো, সে রাত ১২টা ৩০ মিনিটে বাইরে গেলো কীভাবে? তিনি ঘটনাটিকে ‘বেদনাদায়ক’ বলে আখ্যা দিলেও বলেন, রাতে ওই এলাকাগুলো বনাঞ্চলঘেঁষা, তাই কলেজ কর্তৃপক্ষের উচিত ছাত্রছাত্রীদের বাইরে যাওয়া নিয়ন্ত্রণ করা। নিজেদেরও সতর্ক থাকতে হবে। মমতা আরও বলেন, বেসরকারি কলেজগুলোর উচিত ছাত্রছাত্রীদের প্রতি নজর রাখা এবং রাতের সংস্কৃতিতে নিয়ন্ত্রণ আনা। নিরাপত্তা ব্যবস্থা কলেজকেই জোরদার করতে হবে। তবে বিজেপি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে। দলের জাতীয় মুখপাত্র গৌরব...