এক সময় পত্রপত্রিকার জয়জয়কার ছিল। এরপর আসে টেলিভিশন নিউজ। বর্তমানে শুরু হয়েছে ডিজিটাল মিডিয়ার বিপ্লব। এই পরিবর্তিত পরিস্থিতিতে সংবাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে লন্ডন বাংলা প্রেসক্লাব আয়োজন করে ‘ফিউচার অব নিউজ’ শীর্ষক বিশেষ সভা। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক এর যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আলদীন। আনোয়ার আলদীন বলেন, ডিজিটাল মাধ্যম, সোশ্যাল মিডিয়ার প্রভাব ও বর্তমানে এআই এর সংযোজনে মৌলিক সংবাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা কঠিন। তবে চটকদার সংবাদ তৈরির প্রতিযোগিতায় না জড়িয়ে সাংবাদিকদের সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে আরও দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। পাঠক বা দর্শকদের কাছে অবশ্যই গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। বাসস চেয়ারম্যান আরও বলেন, অপতথ্য ও তথ্যের বন্যার মাঝেও আসল সংবাদটি চিনে নিতে পাঠক-দর্শকদের সহায়তা...