সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ থেকে উদ্যোক্তা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ডা. মো. রেজাউল হক পদত্যাগ করেছেন। তিনি ব্যাংকের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা পরিচালক ছিলেন। পদত্যাগ করা চিঠিতে তিনি স্বতন্ত্র পরিচালকদের অযোগ্যতা, দুর্নীতি ও ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনার ব্যর্থতার দায় তুলে ধরেছেন। রবিবার (১২ অক্টোবর) ব্যাংকের চেয়ারম্যানের নিকট পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ২০১৩ সালের ৩০ জুন থেকে ২০১৭ সালের ৩০ অক্টোবর পর্যন্ত ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করা হয়। ২০১৭ সালের ৩০ অক্টোবর রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপে তাকে অস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। রেজাউল হক অভিযোগ করেন, এস আলম গ্রুপ রাষ্ট্রীয় সহায়তায় ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর গত সাত বছরে (২০১৭ থেকে ২০২৪) ব্যাংকটিতে...