এমপিও শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ দাবি আদায়ে আজ থেকে এমপিও স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। গতকাল দুপুর ২টার দিকে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এরপর শিক্ষকদের ছত্রভঙ্গ করতে প্রেসক্লাবের সামনে জলকামানও ব্যবহার করা হয়। ঘটনার পর সকাল থেকে আটকে থাকা সড়কটি সচল হয়েছে। একাধিক শিক্ষক জানান, দুপুর ২টার কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যেতে বলা হয়। কিন্তু শিক্ষকদের একটি অংশ তা মানতে রাজি হয়নি। তারা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছোড়ে। এরপর তোপখানা সড়ক, সার্ক ফোয়ারা মোড় ও সেগুনবাগিচা সড়কে পুলিশ অবস্থান নেয়। এর আগে দুপুর সোয়া...