সোমবার মিশরে শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্পসহ ২০ বিশ্ব নেতা গাজায় ইসরায়েলের হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং ত্রাণ প্রবেশে কড়াকড়ির কারণে এতদিন অনেক প্যালেস্টাইনি ক্ষুধার্ত ছিল। জাতিসংঘ ও বিভিন্ন সংগঠন ত্রাণ সরবরাহে বাধার মুখে পড়েছিল। যুদ্ধবিরতির পর রোববার থেকে ত্রাণের ট্রাক ঢুকতে শুরু করেছে। ত্রাণের আশায় ভিড় করেন গাজাবাসী গাজায় আপাত শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। দীর্ঘ দুই বছর পর বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া প্যালেস্টাইনিরা বিধ্বস্ত বাড়িঘরে ফিরছেন। আর ত্রাণবাহী ট্রাকও অবাধে গাজায় ঢুকছে মানবিক সহায়তা নিয়ে। ত্রাণ সংস্থাগুলো বলেছে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় তারা গাজায় খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সাহায্যের ‘বন্যা বইয়ে’ দেয়ার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতা অনুযায়ী গাজায় যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি বৃহত্তর চুক্তি চূড়ান্ত করতে মিশরের লোহিত সাগর তীরবর্তী অবকাশযাপন শহর শারম আল-শেখে আজ একটি...