মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হতে চলেছে। ইসরায়েল জানিয়েছে, গাজায় হামাসের হাতে জিম্মি থাকা সকল ব্যক্তি ইসরায়েলি ভূখণ্ডে নিরাপদে পৌঁছার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া শুরু হবে। খবর এএফপির। আজ রোববার (১২ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র শশ বেদরোসিয়ান সাংবাদিকদের বলেন, আমাদের জিম্মিরা আগামীকাল মুক্তি পেতে চলেছেন। তারা সীমান্তের পেরিয়ে ইসরায়েলে এসেছেন— এই বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে। প্রত্যাশা করা হচ্ছে, দুই বছরেরও বেশি সময় ধরে গাজায় আটক থাকা সকল জিম্মির মুক্তি প্রক্রিয়া সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে শুরু হবে। চুক্তির শর্তাবলি অনুযায়ী, হামাস এদিন দুপুরের মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর অপহৃত হওয়া অবশিষ্ট ৪৭ জন জিম্মিকে (জীবিত ও মৃত) মুক্তি দেবে। এর পাশাপাশি, ২০১৪ সালেরও আগে...