নারী ওয়ানডে বিশ্বকাপের বাংলাদেশ প্রথমবারের মতো সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আশা। তিন ম্যাচে একটি জয় নিয়ে নিগার সুলতানা জ্যোতি ও তার দল পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে। তবে সামনের পথ কঠিন, চলতে হবে সাহস ও অঘটনের জোড়া ভরসায়। আজ নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা দুই ম্যাচ হেরেছে টাইগ্রেসরা। তাই জয়ের ধারায় ফিরতে উদগ্রীব জ্যোতির দল। ভারতের বিশাখাপত্তমে বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপের ১৩তম আসরে দারুণ জয় দিয়ে যাত্রা করে বাংলাদেশ। কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় টাইগ্রেসরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে অভিষেক ওয়ানডেতে খেলতে নামা ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের হাফ-সেঞ্চুরিতে ১১৩...