মাদারীপুরে ইসলামী ব্যাংকের পুরান বাজার শাখায় প্রবেশ করে কর্মকর্তাদের “অফিস থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়ার” হুমকি দিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের এক নেতা। এ ঘটনার ভিডিও শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের মাদারীপুর পৌর শাখার নায়েবে আমীর আবদুর রহিম দলীয় কয়েকজন নেতাকর্মীকে নিয়ে পুরান বাজারের ইসলামী ব্যাংকে প্রবেশ করেন। সেখানে তিনি কর্মরত কর্মকর্তাদের উদ্দেশে হুমকি দেন যদি ‘অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত’ কর্মকর্তারা অফিসে আসেন, তাহলে তাদের টেনে-হিঁচড়ে বের করে দেওয়া হবে। অভিযোগ রয়েছে, আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের লক্ষ্য করেই এই হুমকি দেওয়া হয়।তবে আবদুর রহিমের দাবি, এস.আলম গ্রুপের মাধ্যমে আগের সরকারের সময় অনিয়ম করে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পেয়েছিলেন। তিনি বলেন, “দলীয়ভাবে আমাদের ওই ব্যাংকে যাওয়ার কোনো নির্দেশনা নেই।...