আরব আমিরাতে দুটি প্রীতি ম্যাচ খেলে এখন আসল লড়াইয়ের অপেক্ষা। সোমবার (১৩ অক্টোবর) থেকে জর্ডানে শুরু হচ্ছে এএফসিঅনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্ব। প্রথম দিনই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটিতে অর্পিতা বিশ্বাসদের বড় পরীক্ষায় নামতে হচ্ছে। আগামী বছর এএফসি অ-১৭ টুর্নামেন্টের মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে। স্বাগতিক জর্ডান ও চাইনিজ তাইপেকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষে থাকতে হবে। গ্রুপ সেরা হওয়া একটু কঠিন বলেই মনে করছেন বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু। আজ আম্মানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টের তিনটি দলই কোয়ালিফাই করতে চায়। আমাদের জন্য একটু কষ্টকর হবে, কারণ দুটি দলই শক্তিশালী।’ বাংলাদেশ মূল পর্বে খেলার পথে প্রথম ম্যাচটি বেশ খুব গুরুত্বপূর্ণ। কোচের কথা অনুয়ায়ী, ‘প্রথম ম্যাচের ফলের ওপর নির্ভর...