ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “টাইফয়েড প্রতিরোধে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।” রবিবার (১২ অক্টোবর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আরো পড়ুন:দেড়যুগের বেরোবি: শিক্ষার্থীদের প্রত্যাশা-প্রাপ্তিক্লাস থেকে ডেকে নিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন করানোর অভিযোগ ক্লাস থেকে ডেকে নিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন করানোর অভিযোগ উপদেষ্টা বলেন, “আমাদের দেশে টাইফয়েডের প্রকোপ তুলনামূলকভাবে বেশি। এর চিকিৎসা যেমন ব্যয়বহুল, তেমনি অনেক ক্ষেত্রে ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স’ তৈরি হওয়ায় প্রচলিত ওষুধ কার্যকর হচ্ছে না। ফলে প্রতিবছর বহু শিশু টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায়। এ অবস্থায় টিকা গ্রহণ, নিরাপদ খাদ্য গ্রহণ, নিয়মিত হাত ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা...