পাবনার ঈশ্বরদীতে চকলেট খাওয়ার প্রলোভন দিয়ে এক স্কুল ছাত্রকে বলাৎকার করায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী। রবিবার বিকালে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে ওই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এলাকাবাসী জানায়, গত ২৬ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের মো. সুজন মোল্লার শিশু সন্তান ও বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির এক ছাত্রকে চকলেট খাওয়ার প্রলোভন দিয়ে একই এলাকার আব্দুর রহিম (৫৮) পার্শ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে জোরপূর্বক বলাৎকার (ধর্ষণ) করে। ঘটনাটি জানাজানি হলে ওই স্কুল ছাত্রের বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় আব্দুর রহিমকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার ১৫ দিন...