লাঞ্চের পর প্রথম চার বলের তিনটি বাউন্ডারিতে পাঠালেন ইয়াশাসভি জয়সওয়াল। পঞ্চম ডেলিভারি সোজা ব্যাটে খেললেন তিনি। বল ধরেই ভারতীয় ওপেনারের দিকে ছুঁড়ে মারলেন বোলার জেডেন সিলস। তাতেই বাঁধল বিপত্তি। এমন আচরণের জন্য শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজ পেসার। আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে সিলসকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করার কথা রোববার জানায় আইসিসি।পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। চলমান দিল্লি টেস্টের প্রথম দিনের ঘটনা এটি। ভারতের ইনিংসের ২৯তম ওভারে তিন চার হজমের পর বোধহয় মেজাজ হারিয়ে ফেলেন সিলস। তার ছোঁড়া বল লাগে জয়সওয়ালের প্যাডে। সঙ্গে সঙ্গে ক্ষমা চান সিলস। তাতে অবশ্য শাস্তি এড়াতে পারলেন না তিনি। আইসিসির আচরণবিধির ২.৯ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন বিপজ্জনক বা অনুপযুক্তভাবে কোনো খেলোয়াড়ের দিকে বল কিংবা ক্রিকেট সরঞ্জাম ছুঁড়ে মারা শাস্তিযোগ্য অপরাধ।...