ব্যাট হাতে আরও এক কীর্তি গড়লেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবার আজম। এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন করেছেন তিনি। রোববার (১২ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোর টেস্টের প্রথম ইনিংসে এই অনন্য কীর্তিতে নাম লেখান বাবর। এদিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাইলফলক থেকে মাত্র ১২ রান পিছিয়ে থেকে ব্যাট করতে নামেন বাবর। পাকিস্তান দ্বিতীয় উইকেট হারানোর পর ব্যাটিংয়ে এসে নিজের খেলা ১৪তম বলে সেনুরান মুত্থুসামিকে চার মেরে এই মাইলফলকে পৌঁছে যান তিনি। অবশ্য মাইলফলক স্পর্শ করলেও এদিন বড় ইনিংস খেলতে পারেননি বাবর। ৪৮ বলে ২৩ রান করে সাইমন হার্মারের বলে আউট হন তিনি। এই মাইলফলক স্পর্শ করতে ৬৭টি ইনিংস খেলেছেন বাবর। বর্তমানে তার মোট রান ৩ হাজার ২১। এশিয়ার ব্যাটারদের মধ্যে এই তালিকায় বাবরের পরে...