সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মিজানুর রহমান (২২) নামের এক শিবির নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যার দিকে ঢাকার একটি হাসপাতালে মিজানের মৃত্যু হয়। এ সংবাদ ছড়িয়ে পরলে রাতেই খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে স্থানীয় এলাকাবাসী। নিহত মিজানুর দেলুয়াকান্দি গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে ও বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়ন উত্তর উপশাখা শিবির সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর সন্ধ্যার পর উত্তর চন্দনগাঁতী গ্রামের একদল নেশাগ্রস্ত যুবক হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে মিজানকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় চিকিৎসা শেষে তাকে ঢাকার একটি ভর্তি করা হয়। সেখানে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইসিইউতে মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে রাতে স্থানীয়রা এবং সকালে সহপাঠীরা বিক্ষোভ করেন। এছাড়া রোববার বাদ আছর...