রাজধানীর ৭টি সরকারি কলেজকে একীভূত করে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশ নিয়ে ছয় হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।রোববার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, প্রাপ্ত মতামতসমূহ সংকলন ও বিশ্লেষণের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হলে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট সুশীল সমাজসহ অংশীজনদের নিয়ে ধারাবাহিক পরামর্শ সভা আয়োজন করা হবে। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশে সবার মতামত প্রতিফলিত করার লক্ষ্য রয়েছে। অংশীজনদের গঠনমূলক মতামত ও বিধিসম্মত প্রক্রিয়ায় খসড়া পর্যালোচনা শেষে এমন একটি বাস্তবসম্মত ও কার্যকর অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে, যা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সামগ্রিক শিক্ষাব্যবস্থার সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করবে। মন্ত্রণালয় সংশ্লিষ্টদের এ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানিয়েছে।প্রস্তাবিত অধ্যাদেশের খসড়া গত ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক...