আরেক দিন, আরেক কীর্তি—এই যেন হয়ে গেছে স্মৃতি মান্ধানার জীবনের স্বাভাবিক ছন্দ। কিন্তু আজকের দিনটি ছিল আলাদা। কারণ আজ তিনি এমন এক ইতিহাস গড়েছেন, যা এর আগে কোনো নারী ক্রিকেটারের পক্ষে সম্ভব হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান বিশ্বকাপ ম্যাচে স্মৃতি হয়ে গেলেন বিশ্বের প্রথম নারী ক্রিকেটার, যিনি এক ক্যালেন্ডার বছরে করেছেন ১,০০০ রানের বেশি!দিনটা শুরু হয়েছিল বেশ সাধারণভাবে। ম্যাচে নামার সময় স্মৃতির সংগ্রহ ছিল ৯৮২ রান, দরকার ছিল মাত্র ১৮। শুরুটা ধীর লয়ে—১৭ বলে ১১ রান। কিন্তু এরপর যেন জ্বলে ওঠেন বাঁহাতি ওপেনার। অস্ট্রেলিয়ান বোলার সোফি মোলিনিউক্স–এর বিপক্ষে এক ওভারে পরপর চার, ছয়, চার মেরে পৌঁছে যান সেই ঐতিহাসিক মাইলফলকে।একটি বিশাল ছক্কায় যখন ১,০০০–রানের সীমা টপালেন, দর্শক গ্যালারিতেও ছড়িয়ে পড়ল উচ্ছ্বাসের ঢেউ।বিশ্ব নারী ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি রানের তালিকাটি...