চাঁদপুরের শাহরাস্তিতে গ্রামীণ রাস্তার ১৫ মিটার পর্যন্ত কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ১২ মিটার দৈর্ঘ্যরে একটি কালভার্ট নির্মাণ না করেই অর্ধকোটি টাকা উত্তোলন করে নিয়েছে ঠিকাদার। এর সাথে জড়িত থাকার অভিযোগ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের। তবে জেলা প্রশাসন বলছেন অর্থ লোপাটের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন। কিন্তু নির্মাণ কাজ শেষ করার মেয়াদ ১ বছর পার হলেও লোপাটকৃত অর্থ এখনো ঠিকাদারের পকেটে। খোঁজ নিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, শাহরাস্তি উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীণ রাস্তার ১৫ মিটার পর্যন্ত কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামে তপাদার বাড়ি খালপাড়া এলাকায় ১২ মিটার দৈর্ঘ্যরে কালভার্ট নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয় ১ কোটি ৮লাখ ৭৪ হাজার ১৭১ টাকা। এটি নির্মাণ কাজ বাস্তবায়ন করার জন্য কাজ পান ঠিকাদার তাজুল ইসলাম সুমন। কালভার্ট...