এক অভূতপূর্ব ও দৃষ্টান্তমূলক উদ্যোগে আজ বাংলাদেশ সরকারের চারটি গুরুত্বপূর্ণ সংস্থা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) একই নেতৃত্বে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৫ উদযাপন করেছে। এই সমন্বিত আয়োজন সরকারি প্রশাসনে কর্মীদের মানসিক স্বাস্থ্যকে প্রাতিষ্ঠানিক অগ্রাধিকার হিসেবে নিরূপণ করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। যার মূল প্রতিপাদ্য ছিল কর্মক্ষেত্রে মানসিক সুস্থতা: সমৃদ্ধ আগামীর ভিত্তি। এই উদ্যোগের রূপকার আশিক চৌধুরী বলেন, ‘একটি প্রতিষ্ঠানের কার্যকর ও টেকসই সাফল্য নিশ্চিত করতে হলে কর্মীদের মানসিক সুস্থতা, প্রেরণা এবং ইতিবাচক কর্মপরিবেশ অপরিহার্য। মানুষই একটি প্রতিষ্ঠানের প্রকৃত সম্পদ।’ বাংলাদেশে যেখানে মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা এখনও বিভিন্ন সামাজিক ট্যাবুতে আবদ্ধ, সেখানে সরকারের প্রধান বিনিয়োগ ও উন্নয়ন সংস্থাগুলোর এমন সমন্বিত পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই আয়োজন...