১৩৮ রানের জুটি গড়ে ক্রিজে আছেন জন ক্যাম্পবেল ও শাই হোপ। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেট হাতে নিয়ে ৯৭ রানে পিছিয়ে সফরকারীরা। প্রথম ইনিংসে ভারতের ৫১৮ রানের জবাবে ২৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দিল্লিতে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে শেষে ৪ উইকেটে ১৪০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেট হাতে নিয়ে ৩৭৮ রানে পিছিয়ে ছিল ক্যারিবীয়রা। তৃতীয় দিন ভারতের স্পিনার কুলদীপ যাদবের ঘূর্ণিতে বাকী ৬ উইকেটে ১০৮ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। দলের কোন ব্যাটারই বড় ইনিংস খেলতে না পারায় ২৪৮ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন আগের দিন আউট হওয়া অ্যালিক আথানাজে। এছাড়া এন্ডারসন ফিলিপ অপরাজিত ২৪, খারি পেইরে ২৩ ও তেভিন ইমলাচ ২১...