সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকেই ঢাকাসহ সব রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল করবে। জনভোগান্তির কথা চিন্তা করে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক ও বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে এক সভা শেষে রাত ৯টায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, সোমবার সকাল থেকে সব বাসই চলবে এবং বিদ্যমান সমস্যা সমাধানে একটি কমিটি করা হয়েছে। আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করা হবে। এর আগে, গত ১০ অক্টোবর ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে নাজেহালের অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। পরে, সেই পরিবহনের ব্যানারে থাকা আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ১৬টি বাস চলাচল বন্ধের...