ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারতীয়রা শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী এম এ মালিক। তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের অনেকে এখনো প্রশাসনে লুকিয়ে আছে, যেটা প্রত্যক্ষ করা যাচ্ছে।” নির্বাচন প্রসঙ্গে এম এ মালিক বলেন, “আমার জীবনের শেষ সময়ে মানুষের সেবা করতে চাই। এজন্য যুক্তরাজ্য ছেড়ে এলাকায় এসেছি। এরই ধারাবাহিকতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ডিপ টিউবওয়েল স্থাপন, এবং শাড়ি ও কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।” রবিবার সিলেট জেলা প্রেসক্লাবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ডিপ টিউবওয়েল স্থাপন ও শাড়ি ও কম্বল বিতরণ কার্যক্রম উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও প্রেস ব্রিফিং-এ এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, “আজকের এই মতবিনিময়ের মূল উদ্দেশ্য হলো আমাদের দলীয় ও সামাজিক মানবিক কার্যক্রম...