শনিবার (১২ অক্টোবর)কালিগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত “যুব ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের জন্য দরকার তারুণ্যে ভরা একদল নৈতিক ও সৃজনশীল যুবক। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় এমন একদল তরুণ, যারা বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বমানচিত্রে উজ্জ্বল করবে। আমরা নবীন-প্রবীণ সকলের অংশগ্রহণে গাজীপুর-৫ আসনকে শান্তি, সমৃদ্ধি ও মানবিকতার অনন্য উদাহরণে পরিণত করতে চাই। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “যুবকদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ ও খেলাধুলার সরঞ্জাম সরবরাহ করা হবে, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে ধর্মীয় চর্চার প্রসার ঘটানো হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলার সাবেক যুব বিভাগের সভাপতি হাফেজ এএসএম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর...