এশিয়ান কাপ বাছাইপর্বের চতুর্থ ম্যাচ খেলতে এখন হংকংয়ে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু ম্যাচের আগেই অনুশীলন মাঠের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা। ঢাকায় প্রথম লেগে হংকং চায়নার কোচ অ্যাশলি ওয়েস্টউড অভিযোগ তুলেছিলেন—বাংলাদেশ ম্যাচের আগে অতিরিক্ত অনুশীলনের সুযোগ পেয়েছিল। এবার হংকংয়ে এসে যেন তারই পাল্টা পরিস্থিতির মুখে জামাল ভূঁইয়ারা। হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে আগামী পরশু সন্ধ্যা ৬টায় শুরু হবে ফিরতি ম্যাচটি। এর আগে অনুশীলন শেষে সোহেল বলেন, "গতকাল যে মাঠে অনুশীলন করেছিলাম, সেটি হোটেল থেকে প্রায় এক ঘণ্টার পথ। মাঠের অবস্থা ছিল খুবই খারাপ। আজও একই অবস্থা। তবে আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম, ওরা এমন কিছু করতেই পারে।” তবে এই সমস্যা নিয়ে বেশি ভাবতে চান না তিনি। সোহেল রানা বলেন, "আমরা বিষয়টা বড় করে দেখছি...