১২ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১০:৫০ পিএম বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে আটক হওয়া শিক্ষকদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। রোববার (১২ অক্টোবর) রাত ৮টার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে, জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জের পর ছয়জনকে আটক করে পুলিশ। তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় ছয় শিক্ষকের নাম-পরিচয়সহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। শিক্ষকদের দেওয়া তথ্যমতে, ছয়জন শিক্ষক এখনো আটক রয়েছেন। তারা হলেন- টাঙ্গাইলের নাগপুরের আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর সদরের আজাদ হোসেন মিরাজ, পাবনা সদরের ইউসুফ আলী, বরিশালের মুলাদীর রেজাউল করিম,...