তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করা জরুরি। এতে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজন সম্ভব হবে। পাশাপাশি আওয়ামী লীগের যারা দোষর জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধেে দাবি করা হয়েছে এতে। স্মারকলিপিতে আরো বলা হয়, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে পিআর পদ্ধতি একটি কার্যকর ব্যবস্থা হতে পারে। এই পদ্ধতিতে ভোটের অনুপাত অনুযায়ী সংসদে আসন বণ্টন করা হয়, ফলে কোনো দলই...