নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর দুধঘাটা এলাকার কুখ্যাত সন্ত্রাসী সজিব মিয়া ওরফে ব্লেড সজিবকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে র্যাব সদস্যরা বন্দর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি ছুরি, একটি সুইচগিয়ার, একটি লেজার লাইট ও একটি ইলেকট্রিক শকার উদ্ধার করা হয়। রোববার দুপুরে র্যাব-১১ এর সিনিয়র এএসপি (অপস অফিসার) মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতার সজীব মিয়া ওরফে ব্লেড সজিব (২২) সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার মো. শহিদুল্লাহর ছেলে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় গণধর্ষণ, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ১০টি মামলা রয়েছে। জানা যায়, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার এক নারী সন্ধ্যায় তার...