রংপুরের পীরগঞ্জে ওবায়দুল মিয়া (২৮) নামে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর এবং গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে। ওবায়দুল মিয়া উপজেলার রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ওসমান আলীর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্বজন জানান, শনিবার সন্ধ্যায় পাটগ্রাম আদিবাসীপাড়ার জসেদ মারান্ডির বাড়িতে যান ওবায়দুল মিয়া। তাকে ঘরের ভেতর আটকে রেখে পরিবারের সদস্যরা প্রথমে মারধর শুরু করে। পরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রড ও লাঠি দিয়ে নির্মমভাবে পেটায়। পরিবারের দাবি, পরে ওবায়দুলের শরীরে দেশি মদ জাতীয় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তার পিঠ ও হাতসহ একাধিক স্থানে দগ্ধ হয়। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা...