দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানান ওয়ানডে আসলে মিনি টেস্টের মতন, আক্রমণ ও রক্ষণের সমন্বয় বুঝতে হবে। আবুধাবিতে চলমান ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটারদের দেখে মনে হয়েছে যে কোনো সময় তারা আউট হয়ে যাবেন। হয়েছেনও তাই। বাংলাদেশের টাইগার ব্যাটারদের নাচিয়ে দুই ম্যাচে চ্যাম্পিয়ন আফগান লেগ স্পিনার রাশিদ খান তুলে নেন ৮ উইকেট, রান দেন স্রেফ ৫৫। বোলিং গড় কেবল ৬.৮৭! রাশিদের হাত থেকে বল বেরুলেই চোখে সর্ষে ফুল দেখা মেহেদী মিরাজদের অ্যাপ্রোচের সমালোচনা করেছেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তার মনে হয়েছে, বাংলাদেশ দলের ব্যাটাররা রাশিদের নাম দেখেই অর্ধেক ঘাবড়ে গেছেন। রাশিদ নামের বিপক্ষে খেলতে গিয়ে বলের মেরিট বুঝতে পারেননি। প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৩৮ রানে ৩ উইকেট নেন রাশিদ। দ্বিতীয় ম্যাচে তিনি আরও বিপদজনক। ৮.৩...