দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোর টেস্টের প্রথম দিনে মোহাম্মাদ রিজওয়ান ও সালমান আলি আগার ব্যাটে বড় সংগ্রহের আশা জাগালো পাকিস্তান। রোববার,(১২ অক্টোবর ২০২৫) দিনের খেলা শেষে পাকিস্তানের রান ৫ উইকেটে ৩১৩। ১০৭ বলে দুটি করে ছক্কা ও চারে ৬২ রানে অপরাজিত আছেন রিজওয়ান। ৮৩ বলে এক ছক্কা ও দুই চারে ৫২ রানে অপরাজিত আছেন সালমান। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আব্দুল্লাহ শফিককে হারায় পাকিস্তান। রাবাদার তৃতীয় বলে রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতে পেসারদের জন্য কিছুটা সুবিধা ছিল। সেটা কাজে লাগিয়ে স্বাগতিকদের বেশ ভোগান রাবাদা। তার ইয়র্কার ও বাউন্সার মাটি কামড়ে কাটিয়ে দেন মাসুদ। ওপেনার ইমাম শুরু থেকে খেলেন আস্থার সঙ্গে। কঠিন সময় কাটিয়ে দেয়ার পর তার সঙ্গে দারুণ জুটি গড়েন মাসুদ। তিন স্পিনার নিয়ে খেলা সফরকারীদের...