ইসরায়েলি কারাগারে থাকা ছয় হাই-প্রোফাইল বন্দির মুক্তির দাবি করেছে হামাস। তবে এ প্রস্তাবে রাজি নয় ইসরায়েল। বিষয়টি নিয়ে চলছে দরকষাকষি। নিজেদের কারাগারে থাকা এসব বন্দি এখন আতংক হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের। দেশটির দাবি, এসব বন্দিকে মুক্তি দেওয়া হলে গাজায় প্রতিরোধ আন্দোলন আবার প্রাণ ফিরে পাবে।শুক্রবার (১০ অক্টোবর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এসব বন্দির পরিচয় তুলে ধরা হয়েছে।মারওয়ান বারঘুতিইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে রয়েছেন মারওয়ান বারঘুতি। তিনি ফিলিস্তিনিদের মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক নেতা হিসেবে পরিচিত। বলা হয়ে থাকে, তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারলে সহজেই জয়ী হতেন।গাজায় নিশ্চিহ্ন মসজিদ, ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসছে আজান১৯৬২ সালে পশ্চিম তীরের কোবার শহরে জন্ম নেওয়া বারঘুতি ১৯৮০-এর দশকে বীরজেইত বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে যুক্ত হন এবং ফাতাহ আন্দোলনে সক্রিয়...