১২ অক্টোবর ২০২৫, ১০:৪৫ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১০:৫০ পিএম দিনভর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আন্তজেলার সড়কগুলোতে বাস চলাচল বন্ধ থাকার পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে রোববার (১২ অক্টোবর) রাত ৯টা থেকে ময়মনসিংহ থেকে সব সড়কে সব ধরনের বাস চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবহন ভোগান্তি ও জনদুর্ভোগ লাঘবে এক জরুরি সভা শেষে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়। জেলা প্রশাসনের আহ্বানে এই সভায় জেলা মটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অংশগ্রহণ করেন। সভা শেষে রাত ৯টার দিকে বাস ধর্মঘট প্রত্যাহারের সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম। তিনি জানান, জনদুর্ভোগ বিবেচনায় সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে চলমান সমস্যাগুলো চিহ্নিত...