সিলেট জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক মাসের পর মাস ছুটি না নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন, যার ফলে বিদ্যালয়গুলোতে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে এবং পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইউরোপ, আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশে পরিবার নিয়ে পাড়ি জমানোর এই প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৬৩ জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৪০ জনের মামলা নিষ্পত্তি হয়েছে এবং অধিকাংশকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে মামলা এখনও চলমান রয়েছে। প্রাথমিক শিক্ষা অফিসের ২১ মাসের তথ্য অনুযায়ী, ৬০ দিনের বেশি অনুপস্থিত শিক্ষকের সংখ্যা উপজেলাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বিশ্বনাথে ২৪ জন এবং বিয়ানীবাজারে ২০ জন শিক্ষক অনুপস্থিত রয়েছেন, যা সর্বোচ্চ। অন্যান্য উপজেলাগুলোতে সিলেট...