দুদকের সহকারী পরিচালক মো. তানজিল হাসান রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি করেন বলে সংস্থার জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ জানিয়েছেন। • সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন • সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান • সাবেক প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল ও ইবনে আলম হাসান • সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও আব্দুস সালাম • এছাড়া সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনীর উজ জামান চৌধুরী মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালে মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের জন্য কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেডকে শতকরা ১৭.৭৫ শতাংশ সার্ভিস চার্জে (ভ্যাট ও আইটি ব্যতীত) পাঁচ বছরের জন্য কার্যাদেশ দেওয়া হয়। “আসামিরা পরস্পর যোগসাজশে নিজেদের ও অন্যদের আর্থিকভাবে লাভবান করতে প্রতারণা ও সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন, যার ফলে সরকারের ৩০৯...