ইনিংসের পঞ্চম ওভারে দুই চার মেরে শুরু। এরপর কেবল সামনের দিকে ছুটলেন অ্যালিসা হিলি। ভারতীয় বোলারদের তুলাধুনা করে উপহার দিলেন চমৎকার এক সেঞ্চুরি। সঙ্গে দারুণ এক কীর্তিতেও নাম লেখালেন অস্ট্রেলিয়ান অধিনায়ক । ভিশাখাপাত্নামে রোববার উইমেন’স বিশ্বকাপে ভারতের ৩৩০ রানের জবাবে ইনিংস শুরু করতে নেমে বিস্ফোরক ব্যাটিংয়ে ১৪২ রান করেন হিলি। তার ১০৭ বলের ইনিংসটি গড়া ৩ ছক্কা ও ২১ চারে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে এটি হিলির তৃতীয় সেঞ্চুরি। ২০২২ আসরে ইংল্যান্ডের বিপক্ষে ১৭০ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৯ রান করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার মেয়েদের মধ্যে এই সংস্করণের বিশ্বকাপে হিলির চেয়ে বেশি সেঞ্চুরি নেই কারো। বৈশ্বিক আসরে ২২ ম্যাচে তিনটি সেঞ্চুরি করেছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেগ ল্যানিং। ২৮ ম্যাচে সমান তিন শতক পেয়েছিলেন কারেন রল্টন। ওয়ানডেতে হিলির এটি ষষ্ঠ সেঞ্চুরি। এই সংস্করণে অস্ট্রেলিয়ার...