হ্যাঁ, ভুলবশত বা হ্যাকিংয়ের মাধ্যমে কেউ যদি আপনার অ্যাকাউন্টে ঢুকে যায়, তবে আপনার ব্যক্তিগত বার্তা, ছবি ও তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। তবে চিন্তার কিছু নেই মাত্র পাঁচটি সহজ ধাপে জেনে নিতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপ নিরাপদ আছে কি না। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপে যান → Settings > Linked Devices।এখানে যদি কোনো অচেনা ফোন, কম্পিউটার বা ব্রাউজার দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে Log out করে দিন। চাইলে এখান থেকেই সব ডিভাইস থেকে একসাথে Log out করতে পারবেন। কেউ যদি হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপে আপনার অ্যাকাউন্টে ঢোকে, তাহলে আপনার ফোনে নোটিফিকেশন আসবেযেমন: “WhatsApp Web is currently active.”এমন কিছু দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন। হঠাৎ কোনো অচেনা গ্রুপে যুক্ত হয়ে গেলেন?অথবা কারও কাছে এমন বার্তা গেল, যা আপনি লেখেননি?তাহলে বুঝবেন, কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকেছে।...