স্কোর: ভারত ১ম ইনিংস ৫১৫; ওয়েস্ট ইন্ডিজ ২৪৮ ও ১৭৩/২ দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে পড়ায় ফলোঅনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে দুই ব্যাটার জন ক্যাম্পবেল ও শাই হোপের দারুণ লড়াইয়ে ভারতের বিপক্ষে ইনিংস হার এড়ানোর স্বপ্ন দেখছে ক্যারিবীয়রা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেট হাতে নিয়ে ৯৭ রানে পিছিয়ে সফরকারীরা। প্রথম ইনিংসে ভারতের ৫১৮ রানের জবাবে ২৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে শেষে ৪ উইকেটে ১৪০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেট হাতে নিয়ে ৩৭৮ রানে পিছিয়ে ছিল ক্যারিবীয়রা। তৃতীয় দিন ভারতের স্পিনার কুলদীপ যাদবের ঘূর্ণিতে বাকি ৬ উইকেটে ১০৮ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। দলের কোন ব্যাটারই বড় ইনিংস খেলতে না পারায়...