দিনাজপুর জেলা কারাগার থেকে আদালতের স্বাক্ষর জাল করে সাজাপ্রাপ্ত এক আসামিকে মুক্ত করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভুয়া জামিননামা ব্যবহার করে আরিফুল ইসলাম (৩২) নামের ওই আসামি জেল থেকে বের হন। এ ঘটনায় জড়িত অভিযোগে কারারক্ষী নাজিমুল ইসলামসহ দুজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের নাজির বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় কারারক্ষী নাজিমুল ইসলাম ও আরিফুল ইসলামকে এজাহারনামীয় আসামি করা হয়। এছাড়া আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। পরে আরিফুলকে ফের গ্রেফতার করা হয়। রোববার আদালত মূল আসামি আরিফুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার থেকে কারারক্ষী নাজিমুল ইসলামও পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পলাতক আরিফুল ইসলামের বিরুদ্ধে ৬ অক্টোবর ওয়ারেন্ট...