এক ম্যাচ বাকি থাকতে আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল শনিবার রাতে আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের কাছে ৮১ রানে হার মানে টাইগাররা। প্রথম ম্যাচ ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে আগেভাগেই সিরিজ হেরে বসেছে মেহেদি হাসান মিরাজের দল। সিরিজ হারের জন্য দলের ব্যাটিং ব্যর্থতাকে কাঠগড়ায় তুলেছেন অধিনায়ক মিরাজ। দ্বিতীয় ওয়ানডে শেষে মিরাজ জানান, দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে আফগানিস্তানের কাছে সিরিজ হারতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের নৈপুণ্যে ৪৪.৫ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় আফগানরা। ৪২ রানে ৩ উইকেট নিয়ে সফল বোলার অধিনায়ক মিরাজ। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। এক পর্যায়ে ৩০ রানে শেষ ৬ উইকেট হারায়। দলের পক্ষে মাত্র চারজন ব্যাটার দুই...