ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন থেকে বিসিএস পরীক্ষার্থী শিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস প্রদানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে শাখা ছাত্রশিবির। একই সাথে বিজিএস পরীক্ষার্থীদের জন্যও অনুরুপ বাস সার্ভিসের দাবি জানায় তারা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন থেকে বিসিএস পরীক্ষার্থী শিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস প্রদানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে শাখা ছাত্রশিবির। একই সাথে বিজিএস পরীক্ষার্থীদের জন্যও অনুরুপ বাস সার্ভিসের দাবি জানায় তারা। রবিবার (১২ অক্টোবর) শাখা প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে যৌথ বিবৃতিতে ইবি ছাত্রশিবির সভাপতি মু. মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুফ আলী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাস সার্ভিস দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, " বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থীবান্ধব এই উদ্যোগটি শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা মনে করি, এধরনের পৃষ্ঠপোষকতা শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে...