পরিবর্তিত পরিস্থিতিতে একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করেছেন। কিন্তু কখনো কোনো দল বা নেতার বিরুদ্ধে কটু কথা বলেননি। এটাই রাজনৈতিক শিষ্টাচার।’রোববার (১২ অক্টোবর) রাজধানীর আশকোনা পশ্চিমপাড়ার আল ইসলামিয়া মডেল মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নির্যাতনের কথা উল্লেখ করে কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘মিথ্যা মামলায় আমার ১৭ বছর সাজা হয়েছিল, তবুও আমি দল ছেড়ে যাইনি। আমি একজন ব্যবসায়ী, আমার বিরুদ্ধে কখনো চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগ ওঠেনি।’দলীয় মনোনয়ন...