খবর টি পড়েছেন :১৬৯‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনের সাথে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর রবিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।ওইসময় তিনি বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। সচেতন নাগরিক হিসেবে পরিবেশবান্ধব জীবনযাপনে আমাদের সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ পলিথিন/সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জনের আহবান জানান।শেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন...