সংগীতাঙ্গনের জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তানজীব সারোয়ার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। গত শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার মিরপুর সেনানিবাস এলাকার সিএসডিতে বাগদান সম্পন্ন হয় তার। পাত্রী তার দীর্ঘদিনের প্রেমিকা সানজিদা রহমান, পেশায় একজন সেনা কর্মকর্তা। শনিবার সামাজিক মাধ্যম ফেসবুকে বাগদানের ছবি ও ভিডিও প্রকাশ করেন তানজীব সারোয়ার। এরপরই গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। এ সংগীতশিল্পী বলেন, তাদের এনগেজমেন্ট সম্পন্ন। একেবারে পারিবারিকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দুই পরিবারের কাছের মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সানজিদা রহমানের সঙ্গে পরিচয় প্রসঙ্গে তানজীব সারোয়ার বলেন, ২০১৪ সালে আমার গাওয়া 'দিল আমার' গানটি প্রকাশিত হয়। এরপর আমি ছায়ানটে গান শিখতে যাই। ছায়ানটে তখন নজরুলসংগীতে তালিম নিচ্ছিল সাবা। সেখানেই প্রথম সে আমাকে দেখে। এরপর আমার ফেসবুকে পোস্ট করা 'দিল আমার' গানের প্রশংসা করে...