ওয়ানডে ক্রিকেটকে বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফরম্যাট। অন্যান্য ফরম্যাটের তুলনায় এই ফরম্যাটে সেরা মনে হয় বাংলাদেশকে। তবে গত কয়েক বছরে ওয়ানডেতে বেশ অবনতি হয়েছে টাইগারদের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি লাল-সবুজের দল। ফলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। টানা বাজে পারফরম্যান্সের কারণে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০-এ নেমে গেছে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করতে না পারলে বাছাইপর্ব খেলে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে হবে টাইগারদের। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে আসরের আয়োজক দেশ ছাড়া র্যাঙ্কিংয়ের সেরা ৮ দল। আগামী আসরের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এদের মধ্যে নামিবিয়া পূর্ণ সদস্য না হওয়ায় বাছাইপর্ব খেলতে হবে তাদের। বাকি দুই দল সরাসরি বিশ্বকাপ খেলবে। স্বাগতিক দেশ বাদে র্যাঙ্কিংয়ের...