লক্ষ্মীপুরের রামগতি উপজেলাসহ সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধ না হলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে তাঁর পদে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক মোহাম্মদ রাকিব। গতকাল শনিবার নিজের ফেইসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে সরাসরি এমন হুমকি দিয়েছেন সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও বর্তমান এনসিপির এই নেতা। ফেসবুক পোস্টে রাকিব লেখেন, ‘পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা যদি এবার রামগতিসহ সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধ না করে নতুন করে মাল পানি কামায়, তাহলে তাকে আর চেয়ারে রাখবো না। সে সরকার হয়ে রাজনীতি করছেন।’ জানা গেছে, গত বছরের ১৮ সেপ্টেম্বর রামগতির ৫০টি অবৈধ ইটভাটাসহ সকল অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেন রাকিব। সেখানে তিনি উল্লেখ করেন, রামগতি...