ভারতের গুজরাটের আহমেদাবাদে শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। যেখানে সর্বোচ্চ পুরস্কার জিতেছে কিরণ রাওয়ের সিনেমা ‘লাপতা লেডিজ’।জিতে নিয়েছে বিভিন্ন বিভাগে মোট ১৩টি পুরস্কার। এদিন নজর কেড়েছেন আলিয়া ভাটও। ‘জিগরা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী। এই অ্যাওয়ার্ড প্রাপ্তির সঙ্গে সঙ্গেই নিজের ক্যারিয়ারে এক নতুন ইতিহাস গড়েছেন আলিয়া। জিতে নিয়েছেন অভিনয় জীবনের ষষ্ঠ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। দুই প্রজন্মের অভিনেত্রী নূতন ও কাজলের রেকর্ডকে আলিয়া ছাপিয়ে গেছেন এই পুরস্কারপ্রাপ্তির মাধ্যমে। বলিউডের দুই কিংবদবন্তি অভিনেত্রী এই পুরস্কার জিতেছিলেন মোট পাঁচবার। আর এখানেই তাদের ছাপিয়ে গেছেন আলিয়া। শুরুর দিকে এই পুরস্কারপ্রাপ্তিতে এগিয়ে ছিলেন মীনা কুমারী, ১৯৬৬ সালে ‘কাজল’ সিনেমার জন্য চতুর্থ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি। তার সেই রেকর্ড ভাঙেন ১৯৭৯ সালের ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর জন্য পঞ্চম জাতীয় পুরস্কার পেয়ে কিংবদন্তি অভিনেত্রী...