বিশ্বেসেরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোরে আজ রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হয়েছে পাকিস্তানের প্রথম টেস্ট। টস জিতে ব্যাট করতে নেমে চার ফিফটিতে ৫ উইকেটে ৩১৩ রান তুলে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। মোহাম্মদ রিজওয়ান ৬২ ও সালমান আলী আগা ৫২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তারা দুজন আগামীকাল সোমবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন। টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় পাকিস্তান। কাগিসু রাবাদার বলে এলবিডব্লিউ হন আব্দুল্লাহ শফিক। ৩ বল খেলে ২ রান করেন তিনি। সেখান থেকে জুটি বাঁধেন ইমাম-উল-হক ও শান মাসুদ। তারা দুজন দ্বিতীয় উইকেটে ১৬১ রান তোলেন। দলীয় ১৬৩ রানের মাথায় প্রেনেলান সুব্রায়েনের বলে এলবিডব্লিউ হন শান। ৯টি চার ও ১ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলে যান অধিনায়ক।আরো পড়ুন:জয়ের পর জরিমানা গুনলেন...