নাটোরে একটি আবাসিক হোটেল থেকে আনোয়ার পারভেজ নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নিচাবাজার এলাকায় নাটোর বোডিং নামের ওই আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আনোয়ার পারভেজ টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পুষ্ট কামারী গ্রামের জলু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান। ওসি জানান, আনোয়ার পারভেজ গতকাল শনিবার রাতে ব্যাবসায়িক কাজে নাটোরে আসেন। রাতেই তিনি শহরের নিচাবাজার এলাকায় আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। এরপর থেকে তিনি আর কক্ষ থেকে বের হননি। সারাদিন কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্মচারীদের সন্দেহ...