ফুটবল মাঠে যেভাবে প্রতিপক্ষদের পরাজিত করেছেন, অর্থনীতির ময়দানেও লিওনেল মেসি যেন এক অপ্রতিরোধ্য যন্ত্র। গোলের পর গোল যেমন তার সিগনেচার, তেমনি ব্যাংক অ্যাকাউন্টেও প্রতি বছর যোগ হচ্ছে কোটি কোটি ডলার। কিন্তু অবাক হওয়ার বিষয়—এই মুহূর্তে সক্রিয় ক্রীড়াবিদদের মধ্যে মেসির চেয়েও বেশি আয় করা অ্যাথলেট আছেন।স্পোর্টিকো’র সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ এক তালিকা। সেখানে দেখা গেছে, আর্জেন্টাইন তারকার মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১.৮৫ বিলিয়ন ডলার, যা এসেছে বেতন, পুরস্কার, বিনিয়োগ, ইমেজ রাইটস, বই, লাইসেন্স ও উপস্থিতি ফি থেকে। এক কথায়, ‘লা পুলগা’ এখন শুধুই ফুটবল তারকা নন—একটি বহুজাতিক ব্র্যান্ডও।তাহলে মেসির ওপরে কারা? প্রথমজন, বহু বছরের সেই প্রতিদ্বন্দ্বী—ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার মোট আয় পৌঁছেছে ২.২৩ বিলিয়ন ইউরোতে। আর দ্বিতীয়জন, আমেরিকার মাটিতে আরেক ‘রাজা’—লেব্রন জেমস, যিনি এনবিএ কোর্টে যেমন রাজত্ব করেন, তেমনি অর্থ...