প্রধান অভিযুক্তরা হচ্ছেন- চট্টগ্রাম নগরীর ৯ নম্বর ওয়ার্ডের ইলিয়াস খান ও মীর কাশেম। গাড়ি ফেরত দেওয়ার জন্য তারা এখন ১০ লাখ টাকা চাঁদা দাবি করছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। বাদী আদালতে ২০০ ধারায় ঘটনার জবানবন্দিও দিয়েছেন। জবানবন্দিতে বলা হয়, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত কাদেরী চেম্বারে ‘মেট্রো স্কাই সিটি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। গত রবিবার বেলা ২টা থেকে আড়াইটার মধ্যে প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে নগদ সাড়ে ৮ লাখ টাকা, একটি ল্যাপটপ ও প্রাইভেটকারের কিছু কাগজপত্র চুরি হয়। পরের দিন সোমবার সকালে ডবলমুরিং থানায় অভিযোগ দাখিল করতে যান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হামিদুল ইসলাম রিপন ও চট্টগ্রাম অফিসের ইনচার্জ মো. হাসানসহ কয়েকজন। তারা ডবলমুরিং থানার দায়িত্বরত এক কর্মকর্তাকে ঘটনার বর্ণনা দেন এবং মামলা করবেন বলে জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মামলা...