বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেছেন, কৃষকরা যেন ন্যায্যমূল্যে বীজ পায়। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মুন্নু সিটিতে তার রাজনৈতিক কার্যালয়ে বিএডিসি বীজ ডিলার অ্যাসোসিয়েশন মানিকগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচয় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আফরোজা খানম রিতা ডিলারদের উদ্যেশ্যে আরো বলেন, আপনাদের মাধ্যমে আমাদের কৃষক ভাইদের যেন কোনো ধরনের সমস্যা না হয়। তারা যেন সরকার নির্ধারিত বা কম মূল্যে বীজ কিনতে পারেন, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এসময় রিতা বলেন, ‘এখন আমরা যখন বিভিন্ন এলাকায় যাচ্ছি, সেখানে দেখি কোন কাজ হয়নি। সবখানেই সমস্যা আর অব্যবস্থাপনা। উন্নয়নের ছোঁয়া নেই কোথাও। অথচ বিএনপির আমলে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে, ব্যবসায়ীরা লাভবান হয়েছেন, তখন অর্থনীতিও ছিল স্থিতিশীল।’ তিনি আরও বলেন, ‘আমাদের নেতা...